বুধবার , জানুয়ারি ১ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / মোটরসাইকেল কিনে না দেয়ায় যুবকের আত্মহত্যা

মোটরসাইকেল কিনে না দেয়ায় যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে উন্নত মানের মোটরসাইকেল কিনে না দেওয়ায় নয়ন আলী নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে। সোমবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত নয়ন উপজেলার কাছুটিয়া গ্রামের গণি মিয়ার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলাম জানান, কিছুদিন থেকে নয়ন তার বাবার কাছে নতুন মোটর সাইকেল কিনে দেয়ার জন্য বায়না ধরে। কিন্তু তার বাবার আর্থিক অবস্থা বর্তমানে খারাপ হওয়ায় কিছুদিন পরে মোটরসাইকেল কিনে দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু নয়ন তা না মেনে অভিমান করে গত এক সপ্তাহ আগে বিষ পান করে । পরে দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে নয়ন মারা যায়।

আরও দেখুন

বড়াইগ্রামে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রাম উপজেলায় জাতীয়তাবাদী ছাত্রদলের  ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটিতে উপজেলা ছাত্রদলের …