নিজস্ব প্রতিবেদক:
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরণসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ইং ১৩ ফেব্রয়ারি ২০২৩ তারিখ ২৩.৩০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার সদর থানাধীন পূর্ব হাগুড়িয়া এলাকায় কোম্পানী অধিনায়ক, অতিঃ পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে কুড়িগ্রাম হতে নাটোরগামী রাস্তায় চেকপোষ্ট পরিচালনা কালে- গোয়েন্দা তথ্যে বর্ননামতে দুইটি মোটরসাইকেল আসতে দেখে থামানোর সংকেত দিলে মোটরসাইকেল দুইটির চালক সংকেত অমান্য করে দ্রত আসতে থাকলে র্যাবের টহল দল তাদের পিছুপিছু ধাওয়া করে কৌশলে নাটোর জেলার সদর থানাধীন মাদ্রাসা মোড় এলাকায় (ক) গাঁজা- ৭.৩ (সাত দশমিক তিন) কেজি, (খ) মোবাইল- ০৩টি, (গ) সীমকার্ড- ০৬ টি, (ঘ) মোটর সাইকেল- ০২ টি, (ঙ) মাদক বিক্রয় লব্ধ নগদ- ৩০,০৫০/- (ত্রিশ হাজার পঞ্চাশ) টাকাসহ আসামী ১। মোঃ মামুন হাসান (২৩), পিতা- মোহাম্মদ মন্ডল মিয়া, সাং- পূর্বফুলমতি, থানা- ফুলবাড়ি, ২। মোঃ মাইদুল ইসলাম (৩৮), পিতা- মোঃ খলিলুর রহমান, সাং- মাতারটারী, থানা- উলিপুর, উভয় জেলা- কুড়িগ্রামদ্বয়’কে গ্রেফতার করে। ধৃত আসামীদ্বয় মোটরসাইকেলের টায়ারের ভিতরে অভিনব কায়দায় গাঁজা রেখে পবিরহন করছিল।
আটককৃত ব্যক্তিদ্বয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তারা জব্দকৃত আলামত গাঁজা বিভিন্ন এলাকা হতে সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকী দিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে পরিবহণ করছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ক্রয় বিক্রয় করে আসছে।
উপরোক্ত ঘটনায় নাটোর জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ১৯(খ)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।