শনিবার , এপ্রিল ২০ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে সৈয়দপুরে ৫ ফার্মেসিকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে সৈয়দপুরে ৫ ফার্মেসিকে জরিমানা

নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে নীলফামারীর সৈয়দপুরে পাঁচটি ফার্মেসি মালিকের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৮ জুলাই) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার এ জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে শহরের সৈয়দপুর প্লাজার নোভা ড্রাগস মালিক জাহানুর রহমানকে ২০ হাজার, স্মৃতি মেডিক্যাল স্টোর মালিক আতাহার হোসেনকে ১৫ হাজার, তুলশিরাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মোড়ে সৌদি ওষুধালয়ের মালিককে পাঁচ হাজার, বঙ্গবন্ধু সড়কের (রংপুর রোড) রাণী ফার্মেসির মালিক রেজওয়ানকে পাঁচ হাজার ও শেরেবাংলা সড়কের ইমরান ফার্মেসির মালিক ইমরানকে ৫ হাজার টাকাসহ মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নীলফামারীর সহকারী পরিচালক মমতাজ বেগম, সৈয়দপুর থানা পুলিশ ও স্যানিটারি ইন্সপেক্টর ছিলেন।

আরও দেখুন

নাটোরে ধর্ষণ মামলায় এক কিশোরের ১০ বছরের আটকাদেশ

নিজস্ব প্রতিবেদক: নাটোরের বাগাতিপাড়ায় একটি ধর্ষণ মামলায় সুজন রানা মুকুল নামের একজনকে ১০ বছরের আটকাদেশ …