রবিবার , জানুয়ারি ১২ ২০২৫
নীড় পাতা / জাতীয় / মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, মানিকগঞ্জে ফার্মেসিকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, মানিকগঞ্জে ফার্মেসিকে জরিমানা

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বাস্তা বাজারে এক অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৫১ ধারায় স্থানীয় ফাহিম মেডিক্যাল ও ইমন ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া লাইসেন্স বিহীন গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে রাজিন এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় একই উপজেলার বলধারায় এজে মেটাল (সিসার কারখানা) সাময়িকভাবে বন্ধ রাখারও নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এই অভিযান পরিচালনা করেন।

এদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আরেফিন বলেন, চলমান ভোজলবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। শুধু নির্দিষ্ট দিবস বা উপলক্ষ নয়, যখনই অনিয়মের তথ্য পাওয়া যাবে, তখনই ব্যবস্থা নেওয়া হবে। আমরা এতটুকু নিশ্চয়তা দিতে পারি যে, যতদিন পর্যন্ত গ্রাহক হয়রানি ও আইন লঙ্ঘন বন্ধ না হবে, ততদিন আমাদের অভিযান বন্ধ হবে না, বরং দিন দিন তা আরও বাড়বে। এটা আমাদের জন্য ইতিবাচক দিক যে, এসব অভিযানের কারণে গ্রাহক, ব্যবসায়ীসহ আপামর জনগণের মধ্যেও সচেতনতা বাড়ছে ও তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে উঠছেন।

আরও দেখুন

পিরোজপুরে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে দিনব্যাপীপ্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:  ১৩ জুলাই ২০২৪, শনিবার, ঢাকা: মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে পিরোজপুরের …