বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / খেলা / মেসি কাব্য

মেসি কাব্য

স্পোর্টস ডেস্ক:
২০১৯-২০২০ মৌসুমের শুরু থেকেই বার্সেলোনার সঙ্গে ঠিক বনিবনা হচ্ছিল না দলের সেরা তারকা লিওনেল মেসির। বেশ কিছু শর্তে ক্লাবের সঙ্গে একমত হতে পারছিলেন না মেসি, আবার মেসির দেয়া কিছু শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছিল বার্সেলোনা।

যার ফলে মেসির ক্লাব ছাড়ার একটা গুঞ্জন শোনা যাচ্ছে বছরখানেক ধরেই। যা আরও জোরালো হয়েছে এবারের মৌসুম পুরোটা শিরোপাহীন কাটানোয়। বিশেষ করে উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে বার্সেলোনার ৮-২ গোলের পরাজয়ের পর।

স্প্যানিশ ক্লাবটির প্রেসিডেন্ট জোসেফ বার্তেম্যু জানিয়েছিলেন, আমূল পরিবর্তন আনা হবে দলে। কিন্তু এর মধ্যে যে রয়েছে মেসিকে বিক্রি করে দেয়ার পরিকল্পনা, তা কেউ কল্পনাও করেনি। তবে বার্সেলোনা মেসিকে বিক্রি করে দেয়ার আগে, মেসিই জানিয়েছেন, তিনি আর থাকতে চান না বার্সালোনায়।

মঙ্গলবার এক ফ্যাক্সবার্তার মাধ্যমে ফ্রি এজেন্টে অন্য কোনো ক্লাবে নাম লেখানোর কথা বার্সেলোনাকে জানিয়ে দিয়েছেন মেসি। এমন খবর জানাজানি হওয়ার পর ইউরোপের অন্যান্য বড় বড় ক্লাবগুলোও দৌড়ঝাপ শুরু করে দিয়েছে মেসিকে নেয়ার ব্যাপারে।

তবে অন্য যেকোনো ক্লাবের চেয়ে মেসিকে দলে ভেড়ানোর দৌড়ে এগিয়ে রয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি, ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান ও ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই। কেনো এ তিন ক্লাব এগিয়ে, তা ব্যাখ্যা করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।

ইন্টার মিলান
গত কয়েক মৌসুম ধরেই লিওনেল মেসিকে দলে ভেড়ানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করছে ইন্টার মিলান। ইতালিয়ান সংবাদমাধ্যমগুলোতে খবর প্রকাশিত হয়েছে, মেসিকে দলে নেয়ার জন্য ২৬০ মিলিয়ন ইউরো পর্যন্ত খরচ করতে রাজি আছে ইন্টার। যা কি না ইউরোপিয়ান ফুটবলে ট্রান্সফারের রেকর্ড।

এর বাইরেও মেসির ইন্টারে যোগ দেয়ার গুঞ্জন জোরালো হওয়ার আরেকটি কারণ হলো, এরই মধ্যে মিলানের পোর্তা নুয়োবা এলাকায় নতুন বাড়ি কিনেছেন মেসির বাবা। শিগগিরই মেসিও মিলানে নিজের আবাসস্থল খুঁজে নেবেন, এমন সংবাদই প্রকাশিত হচ্ছে ইতালিয়ান সংবাদমাধ্যমে।

ইন্টার মিলানে যোগ দিলে আবারও দেখা যাবে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদে যেমনটা দেখা গেছে, তেমনটা দেখা যেতে পারে ইন্টার মিলান ও জুভেন্টাসের মধ্যকার লড়াইয়ে।

ম্যানচেস্টার সিটি
স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় মেসির স্বর্ণসময়ের শুরুটা হয়েছিল পেপ গার্দিওলার অধীনে। যে চার মৌসুম বার্সেলোনায় ছিলেন গার্দিওলা, মেসি কাটিয়েছেন নিজের ক্যারিয়ারের সেরা সময়। তাই ক্যারিয়ারের শেষ সময়ে এসে পুরোনো গুরুর কাছে ফিরে যাওয়ার কথা ভাবতেও পারেন মেসি।

বর্তমানে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির কোচের দায়িত্ব পালন করছেন গার্দিওলা। যে ক্লাবের আবার রয়েছে মেসির কেনার জন্য বিশাল অঙ্কের অর্থ খরচ করার সামর্থ্য। ফলে মেসিকে কেনার দৌড়ে ম্যান সিটি সবসময়ই থাকবে সামনের দিকে। ম্যান সিটিতে যোগ দিলে নিজের প্রিয় বন্ধু সার্জিও আগুয়েরোকে পেয়ে যাবেন মেসি।

প্যারিস সেইন্ট জার্মেই
মেসিকে দলে নেয়ার জন্য যা করা প্রয়োজন তার সবকিছু করতে পারা অল্প কিছু ক্লাবের মধ্যে অন্যতম ফ্রান্সের চ্যাম্পিয়ন ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই। তাদের দলে এরই মধ্যে রয়েছে নেইমার জুনিয়র ও কাইলিয়ান এমবাপের মতো খেলোয়াড়রা। মেসিও যোগ দিলে ক্লাবের শক্তি বেড়ে যাবে আরও।

এছাড়া ২০১৭ সালে নেইমার বার্সেলোনা ছেড়ে আসার পর থেকেই তার সঙ্গে খেলার জন্য, তাকে দলে ফেরানোর জন্য মরিয়া হতে দেখা গেছে মেসিকে। চলতি মৌসুমের শুরুতে বার্সেলোনার সঙ্গে মেসির ঝামেলার অন্যতম প্রধান কারণ ছিল নেইমারকে ক্লাবে ফেরাতে না পারা। তাই নেইমারের সঙ্গে এক দলে খেলতে পিএসজিতেও যোগ দিতে পারেন মেসি।

নতুন কোচের যে কথায় মেসির ক্লাব ছাড়ার সিদ্ধান্ত

দায়িত্ব নিয়েছেন এক সপ্তাহও হয়নি। গত বুধবার বার্সেলোনার নতুন কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে নেদারল্যান্ডসের সাবেক ডিফেন্ডার রোনাল্ড কোম্যানকে। আর দায়িত্ব নেয়ার ষষ্ঠ দিনের মাথায় কি না দলের সবচেয়ে বড় তারকা ও অধিনায়ক লিওনেল মেসির ক্লাব ছাড়ার কারণ হয়ে গেলেন নতুন এই কোচ!

মঙ্গলবার এক ফ্যাক্সবার্তার মাধ্যমে ক্লাব ছাড়ার কথা বার্সেলোনা টিম ডিরেক্টরদের জানিয়ে দিয়েছেন দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। স্প্যানিশ ক্লাবটির পক্ষ থেকেই নিশ্চিত করা হয়েছে এ তথ্য। যত দ্রুত সম্ভব ক্লাব ছাড়ার কথা ভাবছেন মেসি।

নিজের ক্যারিয়ারের কঠিনতম এ সিদ্ধান্ত জানানোর আগে নতুন কোচ রোনাল্ড কোম্যানের সঙ্গে আলোচনায় বসেছিলেন মেসি। সেখানে এমন একটি কথা বলেছিলেন কোম্যান, যা একদমই পছন্দ হয়নি বার্সেলোনার অধিনায়কের। আর এ কারণেই ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মেসি।

কী বলেছিলেন কোম্যান? স্প্যানিশ সংবাদ মাধ্যম দেপোর্তেস কুয়াত্রোর প্রতিবেদন অনুযায়ী, মেসিকে আগের মতো সুযোগ সুবিধা না দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন কোম্যান। তার কথায় মনে হচ্ছিল, দলের কথা না ভেবে শুধু নিজের কথা ভেবেই বার্সেলোনায় খেলেন মেসি। এমন মন্তব্য মেনে নিতে পারেননি ক্লাবটির ইতিহাসের সেরা খেলোয়াড়।

দেপোর্তেস কুয়াত্রোর খবরে জানানো হয়েছে, মেসিকে কোম্যান বলেছেন, ‘আগে বার্সেলোনা স্কোয়াডে তুমি যেসব বিশেষ সুবিধা পেতে, এখন আর সেসব হবে না। তোমাকে এখন দলের জন্য সবকিছু করতে হবে। আমি এ ব্যাপারে অনমনীয় থাকব। তোমাকে সবসময় ক্লাব নিয়েই চিন্তা করতে হবে।’

কিন্তু মেসির মতো দল অন্তঃপ্রাণ একজন খেলোয়াড়ের জন্য এমন মন্তব্য ছিল খুবই অপমানজনক। তাই কোম্যানের সঙ্গে আলোচনা শেষে দল ছাড়ার কথাই জানিয়ে দিয়েছেন মেসি। তবে কোম্যানের এ মন্তব্যই শুধুমাত্র তার ক্লাব ছাড়ার একমাত্র কারণ নয়। লম্বা সময় ধরেই বার্সেলোনার সঙ্গে নানান বিষয়ে বনিবনা হচ্ছিল না মেসির।

এদিকে মেসির বার্সেলোনা ছাড়ার খবর মানতে পারেননি ক্লাবটির ভক্ত-সমর্থকরা। মঙ্গলবার মেসির সংবাদ সম্মেলনের পরপরই ক্লাবের স্টেডিয়াম ন্যু ক্যাম্পের বাইরে এসে প্রতিবাদ জানিয়েছেন তারা। তখন তাদের হাতে থাকা প্ল্যাকার্ড ও মাফলারে লেখা ছিল, ‘মেসি থাকো, বার্তেম্যু পদত্যাগ করো।’

উল্লেখ্য, বার্সেলোনার বর্তমান ক্লাব প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তেম্যু। মেসির ক্লাব ছাড়ার পেছনে অন্যতম প্রধান কারণ বার্তেম্যু ও তার ক্লাব পরিচালকদের স্বেচ্ছাচারিতা ও অত্যধিক ব্যবসায়িক মনোভাব। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বার্তেম্যু পদত্যাগ না করার কারণেও মেসি ক্লাব ছাড়ার জন্য এমন তাড়াহুড়ো দেখাচ্ছেন।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …