নিজস্ব প্রতিবেদক:
নাটোরে মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করায় পিতা সিরাজ ভূঁইয়াকে কোপানোর অভিযোগ জনৈক আল আমিন(৩০) এর বিরুদ্ধে। আজ ২৪ অক্টোবর সোমবার সকাল সাড়ে দশটার দিকে সদর উপজেলার হরিশপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে এই ঘটনা ঘটে।
সিরাজ ভুঁইয়ার মেয়ের জামাই সুজন জানান, দীর্ঘদিন ধরে আল আমিন ওই মেয়েকে বিরক্ত করে আসছিল। এ বিষয়ে চলতি বছরের ২২ তারিখ থানায় একটি অভিযোগ করেছিলেন ভুক্তভোগী বৃষ্টি বেগম। তার জের ধরে আজ সকালে আবারো উত্যক্ত করে আলামিন। এ সময় বৃষ্টির বাবা সিরাজ ভূঁইয়া এর প্রতিবাদ করলে উক্তত্যকারী আলামিন সিরাজ ভুইয়াকে চাপ্পল দিয়ে কুপিয়েছে কুপিয়ে গুরুতর জখম করে। সিরাজের চিৎকার এলাকাবাসীর ছুটে আসলে আলামিন সেখান থেকে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন সিরাজ ভূঁইয়াকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে সিরাজ ভূঁইয়া চিকিৎসাধীন রয়েছেন।আলামিন শ্রীধরপুর মুচির মোড় এলাকার জনৈক আবুবক্করের ছেলে।
নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহসিন জানান, আমরা অভিযোগ পেয়েছি ঘটনার তদন্ত করে দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও দেখুন
লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …