সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / মেয়র পদে দলীয় মনোনয়ন না পেয়ে কাউন্সিলর পদে মনোনয়ন জমাদান

মেয়র পদে দলীয় মনোনয়ন না পেয়ে কাউন্সিলর পদে মনোনয়ন জমাদান

বিশেষ প্রতিবেদক:
আগামী ১৬ই জানুয়ারী অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের নির্বাচন। দলের কাছে অনেকেই মনোনয়ন চেয়েছিলেন কিন্তু পেয়েছেন একজন। বাকিদের কেউ বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেও দুই জন প্রার্থী দলের প্রতি আনুগত্য রেখে বিদ্রোহী প্রার্থী না হয়ে কাউন্সিলর পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

নাটোরের নলডাঙ্গা পৌরসভা ভোটে আজ ২০ তারিখ ছিল প্রার্থীদের মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন। উপজেলা নির্বাচন কর্মকর্তার সূত্রে জানা, যায় আজ শেষ দিনে ৫ জন মেয়র, ৩৮ জন কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এর মধ্যে মেয়র পদে দলীয় মনোনয়ন চেয়ে না পেয়ে কাউন্সিলর পদে আবেদন করেছেন নলডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম পিয়াস ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জিল্লুর রহমান।

তারা দুজনই নলডাঙ্গা পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদে আজ শেষ দিনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ৪নং ওয়ার্ডে মোট ৭জন প্রার্থী। বিষয়টি নিয়ে বেশ আলোচনা হলেও বেশির ভাগ মানুষ তাদের সুনাম করছেন দলের প্রতি আনুগত্য রাখার জন্য। সকলে বলছে আর যাই হোক বিদ্রোহী তো নয়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …