সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / মেয়র আন্টির কাছ থেকে খেলার সামগ্রী পেয়ে খুশি সাদ্দাম অঞ্জন ফারদিনরা

মেয়র আন্টির কাছ থেকে খেলার সামগ্রী পেয়ে খুশি সাদ্দাম অঞ্জন ফারদিনরা

নিজস্ব প্রতিবেদক:
মেয়র আন্টির কাছ থেকে খেলার সামগ্রী পেয়ে খুশি সাদ্দাম অঞ্জন ফারদিন, জিহাদ, এবং জীম, রিংকুরা। তাদের খুব শখ তার কাছ থেকে ব্যাডমিন্টন নিয়ে খেলবে। ওদের শখ পূরণ করতে ২ সেট ব্যাডমিন্টন সেট‌ তাদের হাতে তুলে দিলেন মেয়র উমা চৌধুরী।

শুক্রবার সকালে নিজ বাসভবনের অফিস কক্ষে ৬ সেট খেলার সামগ্রী তুলে দেন তিনি। এসময় মেয়র জানান, কচিকাঁচাদের মুখে হাসি ফোটাতে আমার খুব ভালো লাগে। তারা যেন পড়া লেখার পাশাপাশি খেলাধুলা করে নিজে স্বাস্থ্যটাকে ঠিক রাখতে পারে তার জন্যে এই ক্ষুদ্র প্রয়াস। মাদক জঙ্গি মুক্ত বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সুস্থ যুব সমাজ দরকার।

পরে নাটোর সদর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মঞ্জুরুল ইসলাম এবং ৮ নং ওয়ার্ডের রুকু, শুভ, বাবন, জাহাঙ্গীর, রাতুল, সাব্বিরদের হাতে আরো ৪ সেট ব্যাডমিন্টন সেট তুলে দেন তিনি।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …