বৃহস্পতিবার , এপ্রিল ৩ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগের দাবীতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগের দাবীতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
কোভিড-১৯ মোকাবেলায় রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ থেকে উত্তীর্ণ মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগের দাবীতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার দুপুর ১২ টার দিকে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের মেডিক্যাল টেকনোলজিস্ট এ্যাসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধনে মহামারী করোনা ভাইরাস কোভিড-১৯ মোকাবেলায় রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ থেকে উত্তীর্ণ মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগসহ ৪ দফা দাবী তুলা হয়।

এসময় বক্তব্য রাখেন, আব্দুস সামাদ, তৌহিদুল ইসলাম, মানিক উদ্দিন ও জোহরুল ইসলামসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, বিশ্বস্বাস্থ্য সংস্থার নীতিতে ১ জন ডাক্তারের বিপরীতে ৫ জন মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগ করা, ২০১৩ সালের আবেদনকৃতসহ ২০ হাজার মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগ, অবৈধভাবে ১৮৩ জনের নিয়োগ বাতিল করার দাবী জানান।

তারা আরো বলেন, দেশের করোনা’র ক্রান্তিকালে সন্দেহজনক রোগীর বেশী বেশী নমুনা সংগ্রহে বেকার বসে থাকা মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগের দাবী জানান।

আরও দেখুন

চিকিৎসার জন্য ডিজি যেই কথা বললেন

নিজস্ব প্রতিবেদক……………………দেশের সরকারী হাসপাতালগুলোর চিকিৎসা সংকট দুর করতে নতুন করে ৫হাজার চিকিৎসক নিয়োগ দেওয়ার পরিকল্পনা …