বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / জাতীয় / `মেইড ইন বাংলাদেশ উইকের` উদ্বোধন আজ

`মেইড ইন বাংলাদেশ উইকের` উদ্বোধন আজ

নিউজ ডেস্ক:
বিশ্বে বাণিজ্য প্রসারে ‘মেইড ইন বাংলাদেশ উইক-২০২২’ এর আয়োজন করছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ। সপ্তাহব্যাপী এ আয়োজনের স্পন্সর হিসেবে বেশকিছু দেশি-বিদেশি কোম্পানি যুক্ত হয়েছে। এতে বাংলাদেশের রিজার্ভে বেশকিছু ডলার যুক্ত হবে বলে আশা করছেন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান।

তিনি বলেন, ‘আমরা সবাই বিশ্বের বর্তমান অর্থনৈতিক অবস্থা জানি। এর মধ্যেই আমরা আমাদের কাজ করে যাব। বাংলাদেশের ক্যাপাসিটি এবং ব্র্যান্ডিংয়ের বিষয়ে এই অনুষ্ঠানে বিদেশি বায়ারের কাছে তুলে ধরা হবে। আমরা যে কাজটি করছি, তার মাধ্যমে বাংলাদেশকে তুলে ধরতে চাই।’

ফারুক হাসান আরও জানান, বেশ কিছু ফ্যাশন ডিজাইনাররা তাদের ডিজাইন জমা দিয়েছে। এগুলো ফ্যাশন শোতে তুলে ধরা হবে। এছাড়া এখান থেকে আয়ের একটি অংশ দিয়ে সরকারের রাজস্বতে অবদান রাখতে পারব।

আজ শুরু হওয়া সপ্তাহব্যাপী এই আয়োজনে গলফ টুর্নামেন্ট, ফ্যাক্টরি পরিদর্শনসহ নানা আয়োজন থাকছে বলে সংবাদ সম্মেলনে জনানো হয়েছে।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …