রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / খেলা / মুজিববর্ষ ভলিবল লীগে সিংড়া উপজেলা ভলিবল একাডেমি চ্যাম্পিয়ন

মুজিববর্ষ ভলিবল লীগে সিংড়া উপজেলা ভলিবল একাডেমি চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাটোর জেলা ভলিবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে স্থানীয় শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে ভলিবল ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে সিংড়া উপজেলা ভলিবল একাডেমি।

এছাড়া রানার্স আপ হয়েছে, নাটোর ফ্রেন্ডস এন্ড ফাইট ক্লাব। ২-০ সেটে সিংড়া উপজেলা ভলিবল একাডেমি নাটোর ফ্রেন্ডস এন্ড ফাইট ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

শুক্রবার সন্ধ্যায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরষ্কার তুলে দেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বী। এ সময় নাটোর সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোহসিন, জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সৈয়দ মোর্তুজা আলী বাবলু সহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …