নিজস্ব প্রতিবেদক, লালপুর:
মুজিববর্ষ উপলক্ষে নাটোরের লালপুর উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারের ৩৫ জন পেল নতুন ঘর । প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এই উপহার দেওয়া হয় । সকাল ১০ টা ৩০ মিনিটের দিকে সারা দেশে এক যোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে জমি ও বাড়ীর দলিল প্রদানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
এর অংশ হিসেবে লালপুর উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে বিভিন্ন ইউনিয়নের ৩৫ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও বাড়ীর দলিল প্রদান করেন নাটোর-১ লালপুর-বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল ।
এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যূতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, গোপালপুর পৌরসভার নব নির্বাচিত মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি, উপজেলা সহকারী কমিশনার ভূমি শাম্মী আক্তার প্রমুখ ।
আরও দেখুন
তারেক রহমানের ইতিবাচক রাজনীতি আশার সঞ্চার করছে:দুলু
নিজস্ব প্রতিবেদক,,,,,,,বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,গতানুগতিক রাজনীতির বাইরে তারেক …