নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
মুজিববর্ষ উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ায় আশ্রয়ণ প্রকল্প-২ এর অধীনে গৃহহীন ও ভ‚মিহীনদের প‚নর্বাসনে গৃহনির্মাণের উদ্বোধন করা হয়েছে। উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের কামারপাড়ায় ৫৯ শতাংশ এক নম্বর খাস খতিয়ানভুক্ত জমিতে প্রকল্পের ‘ক’ শ্রেণী ভুক্ত জমিও নাই বাড়িও নাই এমন ২৫টি পরিবারের গৃহ নির্মাণ করা হচ্ছে।
সোমবার দুপুরে এসব গৃহ নির্মাণের উদ্বোধন করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। ইউএনও প্রিয়াঙ্কা দেবী পালের সভাপতিত্বে উদ্বোধণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিম সারওয়ার, উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, ডিআরআরও সালাহ উদ্দিন আল ওয়াদুদ, নাটোর প্রেস ক্লাব সভাপতি জালাল উদ্দিন, ফাগুয়াড়দিয়াড় ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ জহুরুল ইসলাম প্রমুখ।
উদ্বোধণী অনুষ্ঠানে সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেন, মুজিব শতবর্ষে একটি মানুষও গৃহহীন থাকবে না। গৃহহীন প্রত্যেক পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহ নির্মাণ করে দেয়ার ঘোষনা দিয়েছেন।
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া / মুজিববর্ষ উপলক্ষে বাগাতিপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের ২৫ গৃহ নির্মাণের উদ্বোধন
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …