নিজস্ব প্রতিবেদকঃ
‘মুজিববর্ষ-২০২০’ উদযাপন উপলক্ষে নাটোর সদর হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সিভিল সার্জন ডাঃ মিজানুর রহমান বৃহস্পতিবার বেলা ১১টায় ‘বিগ ক্লিন ডে’ নামে অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অভিযানে সমগ্র হাসপাতালকে পরিপূর্ণ ধোয়া-মোছার মাধ্যমে জীবাণুমুক্ত করণ করা হয়।
হাসপাতালের ছয়টি ইউনিট ছাড়াও অপারেশন থিয়েটার, জরুরী বিভাগ ও বহির্বিভাকে কর্মরত চিকিৎসক, নার্স এবং পরিচ্ছন্নতা কর্মীদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়। পরিচ্ছন্নতা কর্মীদের হাতে সোয়াব, হুইপার, মগ, বিভিন্ন ব্রাশসহ প্রয়োজনীয় পরিচ্ছন্নতা উপকরণ তুলে দেওয়া হয়। হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মোঃ আনছারুল হক জানান, ইতোমধ্যে হাসপাতাল চত্বরে ফুলের বাগান তৈরী করা হয়েছে। স্যুয়ারেজ লাইনগুলোর সংস্কারে পদক্ষেপ গ্রহন করা হয়েছে। মুজিববর্ষে সকল রোগীর জন্যে পরিচ্ছন্ন হাসপাতাল উপহার দেওয়া হবে এবং এই পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখা হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ রাসেল ছাড়াও বিভিন্ন বিভাগের চিকিৎসক ও নার্সবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও দেখুন
নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল
নিজস্ব প্রতিবেদক………………..নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ …