নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ ও মহান বিজয় দিবসের কর্মসুচী হিসেবে শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা বিকাশে ও শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে চাঁপাইনবাবগঞ্জে ৩দিন ব্যাপী “বঙ্গবন্ধু দেয়ালিকা উৎসব-২০” এর উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসনের উদ্দোগে এই “বঙ্গবন্ধু দেয়ালিকা উৎসব-২০” এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।
৩ দিনব্যাপী এই উৎসবে জেলার ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ওপর আঁকা বিভিন্ন দেয়ালিকা প্রর্দশন করে।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ. কে. এম তাজকির-উজ-জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ ওরাঁও, গ্রীণ ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকশানা আহমদসহ সরকারি-বেসরকারী কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্ররা।