শনিবার , ডিসেম্বর ২৮ ২০২৪
নীড় পাতা / জাতীয় / মুজিববর্ষে বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক জিমন্যাস্টিকস

মুজিববর্ষে বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক জিমন্যাস্টিকস

নিউজ ডেস্ক:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঘোষিত মুজিববর্ষে বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী ২৭ অক্টোবর থেকে ঢাকায় শুরু হচ্ছে ‘বঙ্গবন্ধু পঞ্চম আন্তর্জাতিক জিমন্যাস্টিকস প্রতিযোগিতা’। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ প্রতিযোগিতা চলবে ৫ দিনব্যাপী। প্রতিযোগিতা উদ্বোধন করবেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। টুর্নামেন্ট কমিটির সেক্রেটারি হিসেবে আছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদুর রহমান বাবলু ও যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করবেন ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য হাবিবুর রহমান।

কাতারে অনুষ্ঠিত এশিয়ান জিমন্যাস্টিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সভায় যোগ দিয়েছিলেন বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সভাপতি শেখ বশির আহমেদ মামুন। সে সভায় সেন্ট্রাল সাউথ এশিয়ান জোনের ১০ দেশের মধ্যে বিড করে সেন্ট্রাল সাউথ এশিয়ান টুর্নামেন্ট আয়োজনের অনুমোদন পায় বাংলাদেশ। শেখ বশির আহমেদ মামুন জানান, আসন্ন টুর্নামেন্টে সেন্ট্রাল সাউথ এশিয়ান জোনের ১০টি দেশের মধ্যে স্বাগতিক বাংলাদেশ ছাড়া এখন পর্যন্ত সাতটি দেশ তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। বাংলাদেশ, ইরান, উজবেকিস্তান, কিরগিজস্তান, আজারবাইজান, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা ও আফগানিস্তান থেকে আসা দল সিনিয়র-জুনিয়র দুটি গ্রুপ এ প্রতিযোগিতায় অংশ নেবে। মামুন আরও জানান, তিনটি ক্যাটাগরিতে খেলা হবে। ছেলে সিনিয়র ও জুনিয়র এবং মেয়ে সিনিয়র। ছেলে ও মেয়েদের নিয়ে আয়োজিত এ টুর্নামেন্টে ১০০ জনেরও বেশি জিমন্যাস্ট থাকবেন।

আরও দেখুন

বড়াইগ্রামে জামায়াতের ব্যাবসায়ী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া উপজেলা মডেল মসজিদ হল রুমে শুক্রবার বাদ জুম্মা জামায়াতে …