শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / জাতীয় / ‘মুজিবনগরে শিগগিরই চালু হবে ভারত-বাংলাদেশ স্বাধীনতা সড়ক’

‘মুজিবনগরে শিগগিরই চালু হবে ভারত-বাংলাদেশ স্বাধীনতা সড়ক’

নিউজ ডেস্ক:
মুজিবনগর সীমান্তে শিগগিরই ভারত-বাংলাদেশের সংযোগ রোড ‘স্বাধীনতা সড়ক’ চালু করা হবে। সার্বিক বিষয় পরিদর্শন করে দেখেছি। ভারত সীমান্তে বাকি কাজ দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাট্টি।

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে মেহেরপুরের মুজিবনগরে স্বাধীনতা সড়ক পরিদর্শনকালে এসব কথা বলেন সঞ্জীব কুমার ভাট্টি।

এর আগে, ভাট্টি মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় স্বাধীনতা যুদ্ধে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করেন তিনি।

পরে মুজিবনগরে অবস্থিত বাংলাদেশের মানচিত্র, মুক্তিযুদ্ধ যাদুঘর ও সোনাপুর গ্রামের পাশ দিয়ে যাওয়া নবনির্মিত স্বাধীনতা সড়ক পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মুজিবনগর থানার ওসি আব্দুল হাসেম, মেহেরপুরের বিশিষ্ট কাপড় ব্যবসায়ী জেপি আগরওয়ালা প্রমুখ।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …