বৃহস্পতিবার , এপ্রিল ২৪ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / মুগ্ধতা ছড়াচ্ছে সিংড়া

মুগ্ধতা ছড়াচ্ছে সিংড়া

বিএডিসি অফিসের ফুলের বাগান

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,,,,,মুগ্ধতা ছড়াচ্ছে নাটোরের সিংড়া বিএডিসি অফিসের ফুল বাগান
অনেকেই শখের বসে বাড়ির আঙিনায় ও অফিসের সামনে ফুলের
বাগান করে থাকেন। তবে সরকারি অফিস-আদালতে সুন্দর ফুলের
বাগান সচরাচর চোঁখে পড়ে না।
এদিকে সিংড়া বিএডিসি অফিসে প্রবেশ করতেই অফিসের
সামনে ও দুপাশে চোখে পড়বে ফুলের বাগান। বসন্তের আগমনে
বাগানজুড়ে ফুটে রয়েছে হরেক রকম ফুল। বিএডিসি অফিসের
সৌন্দর্য বৃদ্ধি করে মুগ্ধতা ছড়াচ্ছে এ ফুল বাগান।
সরেজমিনে দেখা যায়, বাগানটিতে রয়েছে স‚র্যমুখি,
ইংকাগেন্ধা তিন কালার, কসমস, বাগানবিলাস, রজনীগন্ধা, গন্ধরাজ,
বেলি, রঙগন, মিনি টগর, বড় টগর, কাটা মেহেদী, ডালিয়া, গাধা,
গোলাপসহ বিভিন্ন প্রজাতির ফুল গাছ।
বিএডিসি অফিস সিংড়া জোনের সহকারী প্রকৌশলী মানিক
রতন যোগদানের পর থেকেই ফুল বাগান গড়ে তোলার মাধ্যমে অফিসের
সৌন্দর্য বৃদ্ধি করেন। ফুল বাগানের মনোরম পরিবেশে মুগ্ধ হচ্ছেন
অফিসের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
অবসর সময়ে আমাদের প্রকৌশলী তিনি বাগানের তত্ত¡াবধান করেন
এবং ফুল গাছগুলোকে পরিচর্যায় ব্যস্ত থাকেন। প্রায় সময়
কর্মকর্তা-কর্মচারীরা ফুলের বাগানের এ সৌন্দর্য উপভোগ করে
থাকেন।
বিএডিসি সিংড়া জোনের সহকারী প্রকৌশলী মানিক রতন বলেন,
ফুলের বাগান করতে আমার খুবই ভালো লাগে। অফিসের আঙিনার
সামনে ও দুপাশে বিভিন্ন প্রজাতির ফুলের গাছ রোপণ করে অফিসের
সৌন্দর্য বৃদ্ধিতে কাজ করেছি। ফুলের মৌ মৌ গন্ধ সকলের কাছে
মুগ্ধতা ছড়াচ্ছে। অফিসে আসা সকল সেবাপ্রার্থীরা ফুলের এ
সৌন্দর্য উপভোগ করতে পারছে। আমি সময় পেলেই এ ফুল বাগানের
পরিচর্যা করে থাকি।

আরও দেখুন

বড়াইগ্রামে ৫নং মাঝঁগা ইউনিয়নে ২নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী নতুন সহযোগী সদস্য নিয়ে বিশাল সমাবেশ 

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৫ নং মাঝগাঁ ইউনিয়নের  (২ নং) ওয়ার্ডের আগ্রান -নুরদহ কর্তৃক …