বুধবার , জানুয়ারি ১ ২০২৫
নীড় পাতা / মুক্ত মত / মুক্ত মতঃ আমি শুধু আমি নই: এম আসলাম লিটন

মুক্ত মতঃ আমি শুধু আমি নই: এম আসলাম লিটন

বিশেষজ্ঞরা যা বলছেন, তা যদি সত্যি হয় তবে করোনা আক্রান্ত হলেও আমার বেঁচে যাবার সম্ভাবনা বেশি। হ্যাঁ, আত্মবিশ্বাস থেকেই বলছি। কেননা আমার কোন ইন্টারনাল রোগ নাই। আঘাৎ জনিত ব্যাথা, বা ক্ষত ইত্যাদি ছাড়া কোন অষুধ খেতে হয় না। একমাত্র ব্যাকপেইন আছে, তবে ডা. জাকির তালুকদারের যাদুকরি একটা ব্যায়ামে সম্পূর্ন নিয়ন্ত্রণে ১২ বছর থেকে। আমার অফিস আমাকে প্রতি মাসে সাড়ে ৪ হাজার টাকার মত মেডিকেল বিল এ্যালাও করে। গত ১৫ বছরে এক টাকাও তুলতে হয়নি। প্রতিদিন ৭ কিমি হেঁটে অফিস যাই। অথবা ফিরি। কখনো কখনো যাওয়া আসা দুটোই হেঁটে করি। মাসের পর মাস, বছরের পর বছর টানা ২৪ ঘন্টা পরিশ্রম করতে পারি। এমনিতেও সকাল ৬টায় ঘুম থেকে উঠি, পৌণে সাতটার মধ্যে বের হই। বাড়ি ফিরি রাত ১১টা/১২টা। কখনো কখনো তারও পরে। যতটুকুই ঘুমাই না কেন, ঘুমও বেশ ভাল হয়। ঘুমানোর মনোস্থির করার ৫ মিনিটের মধ্যে প্রবল ঘুম। যত রাতেই ঘুমাই, উঠি সকাল ৬টায়। প্রখর রোদে, তাপে টানা কাজ করতে পারি। বৃষ্টিতে ভিজেও কাজ করতে পারি। এক সসাথে অনেক রকমের কাজ করতে পারি। অসুস্থতাজনিত কারণে আমার অফিস থেকে কোনদিন ছুটি নিতে হয়নি। দিনের পর দিন না ঘুমিয়ে কাজ করতে পারি। ৪৮ ঘণ্টা না খেয়ে থাকতে পারি, আবার এক বসাতে তিনজনের খাবার খেতে পারি। যে কোন খাবারই খেয়ে হজম করে ফেলতে পারি। তার মানে আমিও করোনা হজম করতে পারবো। আমাকে যারা কাছ থেকে চেনেন, তারা আমার এই লাইফস্টাইলের সত্যতা স্বীকার করবেন নিশ্চয়!! হাফসেঞ্চুরি পার করেও শারিরীক বরং মানসিক উভয় ক্ষেত্রেই আমি সম্পর্ণ সুস্থ। আমার ফুসফুস সুস্থ, হৃদপিন্ড সুস্থ, পাকস্থলি সুস্থ। রোগপ্রতিরোধ ক্ষমতাও যথেষ্ট প্রবল। মন, মনোবল, মগজ শান্ত। চিত্ত প্রফুল্ল। তাই করোনা পরবর্তী পৃথিবীতে আপনাদের সাথে দেখা হবে নিশ্চয়ই! এটা আমার শুধু বিশ্বাসই নয়, আত্মবিশ্বাস। তবু করোনাকে আমি ভয় করি। প্রচন্ড ভয়। কেননা, করোনার চরিত্রটাই ভিন্ন।। এখানে আমি শুধু আমি নই। আমি আক্রান্ত হওয়া মানেই আমার পরিবার পরিজন আক্রান্ত হওয়া। আমার সমাজ আক্রান্ত হওয়া। পুরো দেশ আক্রান্ত হওয়ার সম্ভাবনা। আমি চাইনা জেনে শুনে এই পাপকর্ম আমার দ্বারা ঘটুক।

আরও দেখুন

বর্ষাকালে চলনবিলের প্রকৃতি

আবু জাফর সিদ্দিকী:বাংলাদেশের সবচেয়ে বড় বিলের নাম চলনবিল। ৩টি জেলাজুড়ে এর বিস্তৃতি। নাটোর, সিরাজগঞ্জ ও …