শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গা / মুক্ত আকাশে ডানা মেললো টিয়া ও ঘুঘু পাখি

মুক্ত আকাশে ডানা মেললো টিয়া ও ঘুঘু পাখি

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
নাটোরের নলডাঙ্গা উপজেলার নওদাপাড়া ও ঠাকুর-লক্ষীকুল এলাকায় একটি বাড়ি থেকে ২টি ঘুঘু ও ১টি টিয়া পাখি উদ্ধার করে মুক্ত আকাশে অবমুক্ত করেছে,বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষন ফেডারেশন-বিবিসিএফ এর সদস্যরা।

সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিবিসিএফ এর সদস্যরা ঐ বাড়িতে গেলে,বাড়ির মালিক স্বেচ্ছায় পাখি গুলো হস্তান্তর করেন ও পাখিগুলোকে অবমুক্ত করা হয়।

বিবিসিএফ এর কেন্দীয় দপ্তর সম্পাদক ফজলে রাব্বী বলেন,পরর্বতীতে বিষয়টি নজরদারিতে রাখা হবে। বন্যপ্রানী সংরক্ষনে দেশব্যাপী কাজ করছে,বিবিসিএফ এর সদস্যরা। এসময় উপস্থিত জনসাধারনের উদ্দেশ্যে বন্যপ্রাণীর ইতিবাচক দিক ও বিবিধ বিষয়ে আলোচনা করা হয়।এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক শতক আরিফ,রাশেদ আলমসহ স্থানীয়রা। 

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …