নিজস্ব প্রতিবেদক:
মুক্তিযোদ্ধা ভাতার প্রাপ্ত সমুদয় অর্থ অসুস্থ, দুঃস্থ, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ। এরই অংশ হিসেবে আজ বুধবার (৭ অক্টোবর) বেলা ১১ টায় লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানের অফিস কক্ষে ২৮ জন অসুস্থ, দুঃস্থ ও মেধাবী শিক্ষার্থী প্রতিজনের মাঝে নগদ ২ হাজার টাকা করে প্রদান করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য উপাধ্যক্ষ বাবুল আকতার, লালপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম স্বপন, মহিলা বিষয়ক সম্পাদক কাজী আছিয়া জয়নুল বেনু, লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোত্তালেব রায়হান, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
এসময় নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বলেন, মুক্তিযোদ্ধা হিসেবে প্রাপ্ত ভাতার সমুদয় অর্থ অসহায় দুঃস্থদের মাঝে বিতরণের সিদ্ধান্ত নিয়েছি। জীবনের শেষ দিন পর্যন্ত এ ধারা অব্যাহত রেখে অসহায় মানুষের পাশে থাকতে চাই।