নীড় পাতা / পূর্ববঙ্গ / মুক্তিযোদ্ধা পবিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মুক্তিযোদ্ধা পবিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, শেরপুর:
শেরপুরের ঝিনাইগাতীতে মুক্তিযোদ্ধা পবিবার ও দিনাজপুর ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন। ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় ঝিনাইগাতী  উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুরুজ্জামান আকন্দ, সাবেক ডেপুটি কমান্ডার শামছুল আলম, বীর মুক্তিযোদ্ধা ছাবেদ আলী মাষ্টার, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ফকির সাইফুল ইসলাম ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক সাইফুল ইসলাম প্রমূখ।

বক্তারা মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি ও পারিবারিক সুরক্ষা আইন প্রনয়ন এবং দেশে চলমান মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবী জানান।

আরও দেখুন

৪০ বছর ইমামতির অবসান, ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় পেলেন ইমাম জিল্লুর রহমান

নিজস্ব প্রতিবেদক লালপুর………………………নাটোরের লালপুরে ৪০ বছর ইমামতির দায়িত্ব পালন শেষে মসজিদের পেশ ইমাম জিল্লুর রহমানকে …