সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নওগাঁ / মুক্তিযোদ্ধা নওশের আলীর খাবার বিতরণ

মুক্তিযোদ্ধা নওশের আলীর খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক,রাণীনগর : নওগাঁর রাণীনগর-আত্রাইয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে খাবার বিতরণ ও বৃক্ষ রোপন করা হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬,(আত্রাই-রাণীনগর) আসনে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী রাজশাহী মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী এসব খাবার বিতরণ করেন এবং রাস্তার ধারে বৃক্ষ রোপন করেন।

মুক্তিযোদ্ধা নওশের আলী বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে সকালে নওগাঁ জেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত শোক দিবসের অনুষ্ঠানে যোগদান করেন। এর পর সেখান থেকে রাণীনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে আলোচনা সভায় অংশ নেন। পরে রাণীনগর উপজেলার লঘড়িয়া আশ্রয়ন বাসী এবং আত্রাই উপজেলার রেল কলোনী নুরানী হাফেজিয়া মাদ্রাসায় এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করেন। এছাড়া আত্রাই উপজেলা সদরে সড়কের পাশে বৃক্ষ রোপন করেন তিনি।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …