নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী:
মুক্তিযোদ্ধা-জনতার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে পাবনা জেলা বিএনপি’র আহব্বায়ক ও সদ্য সমাপ্ত পাবনা-৪ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে ঈশ^রদী ও আটঘোরিয়ায় অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ঈশ্বরদী মুক্তিযোদ্ধা সংসদের সামনের মানববন্ধনে হাবিবের কুশপুত্তলিকা দাহ করা হয়।
গত ২৬ সেপ্টেম্বর রাতে চ্যানেল আইয়ের ‘ট্যু দ্য পয়েন্ট’ অনুষ্ঠানে নবনির্বাচিত মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস এমপিকে উদ্দেশ্য করে হাবিব শিষ্ঠাচার বর্হিভূত – ঔধ্যত্যপূর্ণ – অসৌজন্যমূলক আচরণ এবং থুতু নিক্ষেপের ঘটনায় ঈশ্বরদীতে ঘটনার পর হতেই প্রতিবাদের ঝড় উঠেছে।
এরই ধারাবাহিকতায় মুক্তিযোদ্ধা-জনতার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বক্তরা বলেন, বীর মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস এমপি’র নিকট ক্ষমা প্রার্থনা না করা পর্যন্ত হাবিবকে ঈশ্বরদীতে অবাঞ্চিত ঘোষণা করা হলো। মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তরা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের হাবিবের খবর প্রকাশ বর্জন এবং টকশোতে আমন্ত্রণ না জানানোর আহব্বান জানানো হয়েছে। সভা সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু।
এসময় সাবেক এমপি পাঞ্জাব আলী বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ^াস, সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু, পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম খান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা, শ্রমিক নেতা ও মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশীদুল্লাহ, মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন বিশ্বাস, মুক্তিযোদ্ধা হবিবুল ইসলাম হব্বুল, কৃষক লীগ নেতা মুরাদ মালিথা, আমরা মুক্তিযোদ্ধা সন্তানের আব্দুর রহমান মিলন, যুবলীগ নেতা দোলন বিশ্বাস প্রমূখ।
নীড় পাতা / উত্তরবঙ্গ / মুক্তিযোদ্ধা-জনতার মানবন্ধন ও সমাবেশে বিএনপি’র হাবিবকে ঈশ্বরদীতে অবাঞ্চিত ঘোষণা
আরও দেখুন
সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন
রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের নওগাঁর রাণীনগর …