রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / মুক্তিযুদ্ধা মকছেদ আলী মোল্লাকে কুপিয়ে জখম

মুক্তিযুদ্ধা মকছেদ আলী মোল্লাকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক:

মুক্তিযুদ্ধা মকছেদ আলী মোল্লাকে(৭০) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আজ ৬ মার্চ সকাল ৯ টার দিকে সদর উপজেলার লোচনগড় এলাকায় এই ঘটনা ঘটে। আহত মুক্তিযোদ্ধা মকছেদ আলী মোল্লা সদর উপজেলার রুয়েরভাগ এলাকার বাসিন্দা। 

মকছেদ আলীর পারিবারিক সূত্রে জানা যায়, জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে আজ ৬ মার্চ সকাল ৯ টার দিকে ওই এলাকার কিছু দুর্বৃত্ত তাকে কুপিয়ে জখম করে। আহত অবস্থায় তার পরিবারের লোকজন তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। 

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, আমরা ঘটনার খবর পেয়েছি কিন্তু এখনো কেউ অভিযোগ দায়ের করেনি। তারপরেও এলাকায় পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …