রবিবার , নভেম্বর ১৭ ২০২৪
নীড় পাতা / গণমাধ্যম / মুক্তিযুদ্ধকালীন সময়ে মায়ের সম্ভ্রমহানী ও মা-বাবার হত্যার বিচার চেয়ে ছেলের সংবাদ সম্মেলন

মুক্তিযুদ্ধকালীন সময়ে মায়ের সম্ভ্রমহানী ও মা-বাবার হত্যার বিচার চেয়ে ছেলের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:
মুক্তিযুদ্ধকালীন সময়ে মায়ের সম্ভ্রমহানী ও পরে বাবা-মাকে হত্যা নির্যাতনের বিচার চেয়ে নাটোরে সংবাদ সম্মেলন করেছেন আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি। একই সাথে মাকে বীরাঙ্গনা হিসাবে স্বীকৃতির দাবি জানিয়েছেন তিনি।

দুপুরে স্থানীয় ইউনাইটেড প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। লিখিত অভিযোগে আনোয়ার হোসেন জানান, নাটোরের সিংড়া উপজেলার আগপাড়া গ্রামের আফসার আলী মুক্তিযুদ্ধকালীন সময়ে ছিলেন আলবদর বাহিনীর কমান্ডার। ৭১’এর জুলাই মাসে তার নেতৃত্বে এলাকার বাড়ি ঘরে লুটপাট ও তার মা লকিরণ নেছাকে ধর্ষণ করা হয়।পরবর্তীতে মা লকিরণ এবং বাবা আজগর  আলীর লাশ আলবদর নেতা আফসার আলীর বাড়িতে পাওয়া যায়।

এসব ঘটনার বিচার চেয়ে স্থানীয় আদালতে মামলা করতে গেলেও মামলা নেয়া হয়নি বলে দাবি করেন আনোয়ার। অভিযুক্তরা শক্তিশালী হওয়ায় পরিবার সহ জীবন হানীর শংকায় রয়েছেন বলে জানান আনোয়ার।

আরও দেখুন

তারেক রহমানের ইতিবাচক রাজনীতি আশার সঞ্চার করছে:দুলু

নিজস্ব প্রতিবেদক,,,,,,,বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,গতানুগতিক রাজনীতির বাইরে তারেক …