বুধবার , জানুয়ারি ৮ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / মা-শিশু, কিশোর-কিশোরীর স্বাস্থ্য ও যক্ষা নিয়ন্ত্রণে গুরুদাসপুরে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

মা-শিশু, কিশোর-কিশোরীর স্বাস্থ্য ও যক্ষা নিয়ন্ত্রণে গুরুদাসপুরে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে সঠিক সময়ে বিরতি নিয়ে গর্ভধারণ, শিশুর ১০০০তম দিন, কিশোর-কিশোরীর স্বাস্থ্য বার্তা এবং যক্ষা নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে এ্যাডভোকেসী সভা করেছে এসএমসি কমিউনিটি মবিলাইজেশন প্রোগ্রাম।

রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সোশ্যাল মার্কেটিং কোম্পানীর সহযোগিতায় বেসরকারী সংস্থা ‘সচেতন’ এর বাস্তবায়নে ওই সভা হয়। ইউএনও মো. তমাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন। সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম মিঠু, সচেতন এর প্রজেক্ট ম্যানেজার এমএ আওয়াল পলাশ, উপজেলা ম্যানেজার শিল্পী সরকার দিয়া প্রমূখ বক্তব্য রাখেন।

করোনা পরবর্তীতে ওই চারটি বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানসহ জনগুরুত্বপূর্ণ স্থান ও পাড়া-মহল্লায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাপকভাবে কর্মকান্ড পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও দেখুন

সিংড়ায় সাবেক মেয়রের শামীম আল রাজি’র মৃত্যুবার্ষিকী পালিত 

নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,,,,,,,,নাটোরের সিংড়ায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অধ্যাপক শামীম …