রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থের আলোচনা সভা ও র‍্যালি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ

মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থের আলোচনা সভা ও র‍্যালি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক:

নাটোর শহরস্থ কেন্দ্রীয় মসজিদের সম্মুখে নাটোর জেলার ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে আসন্ন মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে একটি শান্তিপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আলোচনা সভায় উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ আলী সভাপতি ইসলামি আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা শাখা, মাওলানা রাকিব উদ্দিন সাধারণ সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা শাখা, মওলানা জিল্লুর রহমান সাধারন সম্পাদক ইসলামী শ্রমীক আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা শাখা।

এ সময়ে উপস্থিত বক্তারা, সকলকে প্রকাশ্যে পানাহার ও অশ্লীলতা থেকে বিরত থাকার আহ্বান জানান। এছাড়া আসন্ন পবিত্র রমজান মাসকে ঘিরে কিছু অসাধু ব্যবসায়ীরা দ্রব্য মূলের কৃত্রিম সংকট তৈরি করে বাজারদর বৃদ্ধি করার পাঁয়তারা করছে। এসব সিন্ডিকেটকারী ব্যবসায়ীদের দ্রুত চিহ্নিত করে বাজারদর নিয়ন্ত্রণে রাখার জন্য যথাযথ কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।বক্তৃতা শেষে শহরের নিচাবাজার এলাকায় র‍্যালি ও দোয়া-মোনাজাত এর মাধ্যমে আলোচনাসভাটি শেষ হয়।

আরও দেখুন

নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক………………..নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ …