শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হিলিতে ভ্রাম্যমাণ আদালতের ৯০ হাজার টাকা জরিমানা আদায়

মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হিলিতে ভ্রাম্যমাণ আদালতের ৯০ হাজার টাকা জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক, হিলি:
করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হিলিতে অভিযান চালিয়ে ৯০ হাজার টাকা অর্থ জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

গত শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত উপজেলার চারমাথা মোড়, চেকপোষ্ট রোড, বাংলা হিলি বাজার এলাকায় অভিযান চালিয়ে ৮৬ টি মামলায় ৯০ হাজার ১৯৫ টাকা অর্থ জরিমানা আদায় করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রাফিউল আলম।

তিনি জানান, ‘করোনাভাইরাসের সংক্রামণ রোধে জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে ও মাস্ক ব্যবহারে উৎসাহিত করতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে। করোনাভাইরাস প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও দেখুন

নাটোরে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক,,,,,,, নাটোরে ট্রাকের ধাক্কায় নাঈম ইসলাম (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় …