“ভালোবাসা সার্বজনীন”
ভালোবাসা সার্বজনীন,
বেঁচে থাক সবার তরে,
ধনী-দরিদ্র,
দালান-কোঠা কিংবা কুঁড়ের ঘরে,
ভালোবাসার মর্মরে ব্যাথা সবার অন্তর জুড়ে,
ভালোবাসার সুখ মধুকর থাকুক ঘরে ঘরে।
ভালোবাসা সার্বজনীন,
নয় একার হক।
দাও না ভরে মনের অলিন্দে ভালোবাসার সুখ।
ভালোবাসা নেই যার, সেই সবচেয়ে দৈন্য।
অন্তর্দেশে জাগাও ভালোবাসা,
এটি নয় পণ্য।
পাওয়া যেত যদি প্যাকেটে কিনতে ভালোবাসা….
ধনীরাই সুখ পেয়ে যেত তবে হরহামেশা।
গরীবেরা বসে হয়তো আঙুল চোষতো অবশেষে।
বুঝে নিও প্রভু,
করেছেন ইনসাফ তব অনিমেষে।
দিন দিন দিনান্তে থাকুক ভালোবাসা অক্ষুন্ন।
মন মন মৌণতায় করো না ভালোবাসা ক্ষুন্ন।
মা-বাবা, ভাই-বোন, আপন-পর কিংবা প্রিয়া-প্রিয়তম।
দাও বিলিয়ে সকল প্রাণে ভালোবাসার সুখ মধুরতম।
মন পিন্জিরার ভান্ডারে রাখো ভরে ভালোবাসার মদ্য।
সুখ, সুখ, সুখ, সুখের খেলায় ফোঁটাও কলি সদ্য।
ভালোবাসার সুখটুকুন নিতে করো না গো তুমি হেলা।
রাগ অভিমানে,
মিথ্যা অভিযোগে দিও না বইয়ে বেলা।
ভালোবাসার আলিঙ্গনে প্রতিমূহুর্তে মিশে যাও মোহনায়।
দুঃখ গুলো যাক না কেটে প্রতিদিন,
সুখের মুর্ছনায়।
লেখিকা: মাসুমা মণি