রবিবার , ডিসেম্বর ২৯ ২০২৪
নীড় পাতা / জাতীয় / মার্চে আরব আমিরাত সফরে যাবেন প্রধানমন্ত্রী

মার্চে আরব আমিরাত সফরে যাবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক:
সবকিছু ঠিক থাকলে আগামী মার্চ মাসে সংযুক্ত আরব আমিরাত সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি দুবাই এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনসহ আরও কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস বলেন, আবুধাবি সফরের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গভীর জানিয়ে তিনি বলেন, বাণিজ্য-বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, অভিবাসনসহ বিভিন্ন বিষয়ে দুদেশের মধ্যে সহযোগিতা রয়েছে।

মাশফি বিন শামস আরও বলেন, আগামী ১০ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সংযুক্ত আরব আমিরাত সফর করবেন। তিনি আবুধাবির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

আরও দেখুন

বড়াইগ্রামে অবৈধভাবে নদীর পাড়ের মাটি কেটে বিক্রি করার দায়ে ১ লক্ষ টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে নদীর পাড়ের মাটি কেটে বিক্রি করার অপরাধে মো.মোখলেস হোসেন নামে একজনকে …