সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জাতীয় / মার্কিন ভিসানীতি নিয়ে সব দল ব্যস্ত কিন্তু কৃষকের এ নিয়ে কোন মাথা ব্যাথা নেই -রাশেদ খান মেনন

মার্কিন ভিসানীতি নিয়ে সব দল ব্যস্ত কিন্তু কৃষকের এ নিয়ে কোন মাথা ব্যাথা নেই -রাশেদ খান মেনন

নিজস্ব প্রতিবেদক:


ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, “ নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে ষড়যন্ত্র , মার্কিন ভিসা নীতি নিয়ে সব দল ব্যস্ত কিন্তু কৃষকের এ নিয়ে কোন মাথা ব্যাথা নেই কারণ তারা তাদের ছেলেমেয়েদের বিদেশে পড়ায় না। তারা চায় তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য। তারা উদ্বিগ বাজেটে কৃষকের জন্য কি আসছে। আইএফএম-এর শর্ত মেনের কৃষিতে ভর্তুকি তুলে নেয়া হবে কিনা। সার, জ্বালানী তেলের দাম কমানো হবে কিনা? অনেক কষ্ট করে উৎপাদিত ধান-চাল, পিয়াজ, সবজিসহ সকল পণ্যের ন্যায্য দাম তারা পাবে কিনা। কারণ শতকরা ৬২ ভাগ ব্যবসায়ীর পার্লামেন্টে কৃষক ক্ষেতমজুর-গরিব ও গ্রামের মানুষের কথা হয় না। হয় কেবল দলের কথা, নেতা-নেত্রীর কথা। অর এ কারণেই তারা নির্বাচন-পার্লামেন্ট নিয়ে আগ্রহ হারিয়ে ফেলেছে। এই সংসদকে অর্থবহ করতে হলে সেখানে কৃষককে-ক্ষতমজুরের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।”

আজ নাটোর শহরের কানাইখালী পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় দুই দিন ব্যাপী জাতীয় কৃষক সমিতির ৭ম জাতীয় সম্মেলনের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মাহমুদুল হাসান মানিকের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, উত্তরবঙ্গ আখ চাষি সমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিল, ওয়ার্কাস পার্টি জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট লোকমান হোসেন বাদল, জাতীয় কৃষক সমিতির জেলা শাখার সভাপতি মিজানুর রহমান মিজানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …