শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জাতীয় / মামুনুলের বিচার চাই: ঝর্ণা

মামুনুলের বিচার চাই: ঝর্ণা


নিউজ ডেস্ক:
হেফাজত নেতা মামুনল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলা করার পর জান্নাত আরা ঝর্ণা সাংবাদিকদের বলেন, ‘আমার সরলতার সুযোগ নিয়ে উনি আমার সঙ্গে অন্যায় করেছেন, প্রতারণা করেছেন। আমি রাষ্ট্রের কাছে বিচার চাই। আমার এইটুকুই বলার, আর কিছুই বলার নেই।’

বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক স্থাপন এবং আটক রাখার অভিযোগে হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলা করে জান্নাত আরা ঝর্ণা বলেছেন, রাষ্ট্রের কাছে সুষ্ঠু বিচার চান তিনি।

শুক্রবার নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় সকালে এসে নিজে বাদী হয়ে মামলাটি করেন ঝর্ণা।

পরে সাংবাদিকদের তিনি বলেন, ‘উনি (মামুনুল হক) আমার সরলতার সুযোগে আমার সঙ্গে অন্যায় করছে। অনেক দিন যাবৎ এই প্রতারণা চালাইতেছে। আমি রাষ্ট্রের কাছে সুষ্ঠু বিচার চাই।’

মামলার এজাহারে বাদী জানান, অসহায়ত্বের সুযোগে বিয়ের প্রলোভন দেখিয়ে দুই বছর ধরে ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় ঘোরাঘুরির নামে দৈহিক মেলামেশা করতেন হেফাজত নেতা মামুনুল।

‘অসহায়ত্বের সুযোগ নিয়ে মামুনুল হক আমাকে সহযোগিতার নাম করে সু-কৌশলে ঢাকায় আসার জন্য প্ররোচিত করে। আমি একজন আলেমকে ভরসা করে সরল বিশ্বাসে তার সঙ্গে ঢাকায় চলে আসি। ঢাকা আসার পর শুরুতে তার পরিচিত বিভিন্ন অনুসারীদের বাসায় আমাকে রাখে এবং নানাভাবে আকার ইঙ্গিতে আমাকে কু প্রস্তাব দিতে থাকে। একপর্যায়ে আমার পারিপার্শ্বিক অবস্থার কারণে তার প্রলোভনে পা দিতে বাধ্য হই।

‘একপর্যায়ে সে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে।…একপর্যায়ে আমি বিবাহের কথা বললে সে আমাকে বিবাহ করব, করছি বলে নানা অজুহাতে কালক্ষেপণ করতে থাকে।’

ঝর্ণার এখন একটাই কথা, মামুনুলের বিচার। সাংবাদিকদের তিনি বলেন, ‘আমার সর্বশেষ কথা আমি সুষ্ঠু বিচার চাই। আমার সাথে অনেক প্রতারণা, ধোঁকা হয়েছে। আমি এর বিচার চাই।’

সোনারগাঁ থানায় মামলার পর ঝর্ণার শারীরিক পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে তার ছেলের জিম্মায় পাঠিয়ে দেয়া হয়।

সেখানেও সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মামুনুলের বিচার চাইলেন ঝর্ণা। বলেন, ‘আমার সরলতার সুযোগ নিয়ে উনি আমার সঙ্গে অন্যায় করেছেন, প্রতারণা করেছেন। আমি রাষ্ট্রের কাছে এটার বিচার চাই। আমার এইটুকুই বলার, আর কিছুই বলার নেই।’

ঝর্ণার করা ধর্ষণের মামলায় মামুনুলকে জিজ্ঞাসাবাদের জন্য নারায়ণগঞ্জ আনা হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম। নিউজবাংলাকে তিনি বলেন, ‘ধর্ষণের মামলায় মামুনুল হককে গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।’

আরও দেখুন

নন্দীগ্রামে রস সংগ্রহের জন্য খেজুরগাছ প্রস্তুত 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,,,বগুড়ার নন্দীগ্রামে রস সংগ্রহের জন্য খেজুরগাছ প্রস্তুত করা হয়েছে। এখন হেমন্তকাল। মাঠ …