মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / মামাতো ভাইয়ের পা কেটে নিলো ফুফাতো ভাই !

মামাতো ভাইয়ের পা কেটে নিলো ফুফাতো ভাই !

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে পারিবারিক বিরোধের জেরে মামাতো ভাই মিঠুর পা কেটে নিলো ফুফাতো ভাই ও তার সহযোগীরা। শনিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার খুবজীপুর উত্তর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আহত মিঠু উপজেলার খুবজিপুর উত্তর পাড়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

এলাকাবাসী জানায় পূর্ব বিরোধের জের ধরে শনিবার রাত সাড়ে আটটার দিকে মিঠুকে ডেকে নিয়ে যায় তার ফুফাতো ভাই বাবু। এ সময় আগে থেকেই ঘটনাস্থলে উপস্থিত ছিল রকি, শফি এবং আরিফ। ঘটনাস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তারা পিঠের উপরে হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে মিঠুর বাম পায়ের হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন করে দেয়। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী মিঠুকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজাহারুল ইসলাম জানান, আহত মিঠু একজন সন্ত্রাসী, ছিনতাইকারী। তার বিরুদ্ধে ১২/১৩ টি মামলাও রয়েছে। তারপরও ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …