নিজস্ব প্রতিবেদক:
মামলার মাধ্যমে শত্রু তৈরি হয়, আর লিগ্যাল এইডের মাধ্যমে শত্রু নির্মূল হয় ।মামলার মাধ্যমে আপনার খরচ বাড়বে এবং কখন মামলা শেষ হয় কেউ বলতে পারে না। কথাগুলি বলেছেন নাটোর জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ অম্লান কুসুম জিষ্ণু। তিনি আরো বলেন ,গত বছরে নাটোরে ৪৪৬ টি মামলা নিষ্পত্তি হয়েছে লিগ্যাল এইডের মাধ্যমে। আর এতে যেমন বিরোধ নিষ্পত্তি হয়েছে তেমনি অর্থ সাশ্রয় হয়েছে মামলার বাদী বিবাদীদের। আজ ১১ ফেব্রুয়ারি রবিবার পুরোহিত এবং সেবাইতগণের অংশগ্রহণে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নাটোর শহরের নিচাবাজারস্থ শ্রী শ্রীমণ মহাপ্রভুর মন্দির কমিটির আয়োজনে এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আহমেদ, জেলা লিগ্যাল এইড অফিসার (বিজ্ঞ সিনিয়র সহকারী জজ), ইসমত আরা তুশি। জেলা পূজা উদযাপন পরিষদ এর সাধারণ সম্পাদক এডভোকেট প্রসাদ কুমার তালুকদার এর সভাপতিত্বে জাতীয় আইনগত সহায়তা সংস্থার আয়োজনে বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আইন ও বিচারবিভাগ এর সহযোগিতায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জানানো হয়, যাদের মাসিক আয় আট হাজার টাকার নিচে তারা এই সহায়তা গ্রহণ করতে পারবেন।