নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়ায় মান নিয়ন্ত্রণ ল্যাবরেটরির উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা চত্তরে নির্মাণ সামগ্রীর মান নিয়ন্ত্রণের লক্ষ্যে উপজেলায় প্রথমবারের মতো স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের এই ধরনের ল্যাবরেটরি স্থাপন করা হলো।
উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল প্রধান অতিথি থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় সেখানে স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের নাটোরের নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আজিজুর রহমান, উপসহকারি প্রকৌশলী মনোয়ার হোসেন এবং ফুয়াদ সায়মন প্রমুখ উপস্থিত ছিলেন।
