সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / মান্দায় পাকুরিয়া গণহত্যা দিবস পালিত

মান্দায় পাকুরিয়া গণহত্যা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নানা কর্মসূচির মধ্য দিয়ে নওগাঁর মান্দায় পাকুরিয়া গণহত্যা দিবস পালিত হয়েছে। শুক্রবার(২৮ আগস্ট) দিবসটি উপলক্ষে পাকুরিয়া বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ, নীরবতা পালন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শহীদ পরিবারের সদস্যরা ছাড়াও নওগাঁর সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁর পক্ষ থেকে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা ও এক মিনিট নীরবতা পালন করা হয়।

এ সময় একুশে পরিষদের উপদেষ্টা সজল কুমার চৌধুরী, সহ-সভাপতি প্রতাপ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক মোস্তফা আল মেহমুদ, শেখ আব্দুল মতিন ও অর্থ সম্পাদক আশিষ সাহা উপস্থিত ছিলেন। এছাড়া পাকুরিয়া শহীদ পরিবার কল্যাণ কমিটির আয়োজনে পাকুরিয়া ইউনাইটেড উচ্চবিদ্যালয় মাঠে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। শহীদ পরিবার কল্যাণ কমিটির সভাপতি আবদুল লতিফের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সেক্রেটারি আব্দুস সামাদ, শহীদ পরিবারের সদস্য জসিম উদ্দিন, মমতাজ উদ্দিন প্রমুখ।

১৯৭১ সালের ২৮ আগস্ট সকালে মান্দা উপজেলার প্রত্যন্ত পল্লী পাকুরিয়া গ্রামে পাক হানাদার বাহিনীর নির্বিচার গুলিতে শহীদ হন ১২৮ জন মুক্তিকামী বাঙালি। স্থানীয় রাজাকারদের সহযোগিতায় পাক সৈন্যরা বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে মুক্তিকামী বাঙালিদের ধরে নিয়ে পাকুরিয়া ইউনাইটেড উচ্চবিদ্যালয় মাঠে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …