সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / মান্দায় ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্ত সেতু আটক

মান্দায় ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্ত সেতু আটক

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁর মান্দা উপজেলার মৈনম এলাকার ১২ বছর বয়সী ৫ম শ্রেনির এক স্কুল ছাত্রী ধর্ষণের চেষ্টার অভিযোগে অভিযুক্ত লফির উদ্দিন সেতু (৩০) কে আটক করেছে মান্দা থানা পুলিশ। শুক্রবার (১৯ জুন) বিকেলে স্থানীয় ইউপি চেয়ারম্যান ইয়াছিন আলী রাজার সহায়তায় মৈনম থেকে তাকে আটক করা হয়।

আটক লফির উদ্দিন সেতু মৈনম গ্রামের খয়বর কানার ছেলে এবং মৈনম ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ইয়াছিন আলী রাজার শ্যালক। গতমঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় মান্দা উপজেলার মৈনম ইউনিয়নে একটি আমবাগানে ওই স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করা হয়।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত লফির উদ্দিন সেতুকে আটক করা হয়েছে। তিনি বলেন, এ বিষয়ে গত মঙ্গলবার (১৬ জুন) রাতে ভিকটিমের বাবা মুকুল চন্দ্র বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছিলেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …