শুক্রবার , মার্চ ২৯ ২০২৪
নীড় পাতা / জাতীয় / মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছে সরকার: এলজিআরডি মন্ত্রী

মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছে সরকার: এলজিআরডি মন্ত্রী

এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছে সরকার। তাই সেবা নিশ্চিতে সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। 

শুক্রবার (১ নভেম্বর) সকালে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। 

মন্ত্রী বলেন, পেশা নয়, চিকিৎসাকে ব্রত নিয়ে কাজ করতে হবে। রোগীদের সঙ্গে অসদাচরণ করা যাবে না, হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে, নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল আলী, ইউএনও একেএম সাইফুল আলম, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ইউনুস ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, পৌর মেয়র অধ্যাপক মো. আবুল খায়ের প্রমুখ।

আরও দেখুন

নাটোরে দুই মুরগি বিক্রেতাকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : নাটোরের দুই মুরগি বিক্রেতাকে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক …