নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ
২৫ দিন আগে নাটোরের গুরুদাসপুর উপজেলার ঝাউপাড়া বাজার থেকে হারিয়ে গেছেন বৃদ্ধ আব্দুল করিম। বয়স ৬৪ বছর। সবাই বলে বৃদ্ধটি মানসিক ভারসাম্যহীন। তিনি ঝাউপাড়া গ্রামের মৃত জসিম উদ্দিনের বড় ছেলে। অনেক খোঁজাখুজি করে কোন সন্ধান পায়নি স্বজনরা। নিখোঁজ আব্দুল করিমের উচ্চতা আনুমানিক ৫ফুট ৬ইঞ্চি। গায়ের রং কালো। হারিয়ে যাওয়ার সময় তিনি পরনে লুঙ্গি ও কালো সোয়েটার পরে ছিলেন।
তার জাতীয় পরিচয়পত্র নম্বর- ৬৯১৪১৪০০১১৩৬৮। মানসিক ভারসাম্যহীন আব্দুল করিমের খোঁজ পেলে ০১৭৯০০৯২২৩২ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন পরিববারের লোকজন। এ মর্মে করিমের ছোট ভাই আব্দুর রউফ ৮জানুয়ারি, ২০২০ গুরুদাসপুর থানায় জিডি করেন। জিডি নং ৩১৩।
আরও দেখুন
গুরুদাসপুরে মাদ্ধসঢ়;রাসার বার্ষিক ফলাফল
ঘোষণা ও পুরস্কার বিতরনী সভা নিজস্ব প্রতিবেদক গুরুদাসপুর ,,,,,,,,,,,,,,,,,,,,গুরুদাসপুরে সাউতুল কুরআন মাদ্ধসঢ়;রাসার বার্ষিক ফলাফল ঘোষণা …