নিজস্ব প্রতিবেদক:
মানবিক সেবায় নিয়োজিত নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী। প্রতিদিনের ন্যায় শুক্রবার সকাল দশটার দিকে দুইজনকে সেলাই মেশিন প্রদান করেন তিনি। নিজ বাসভবনে তাদের এবং তাদের পরিবারের সদস্যের হাতে এই সব সামগ্রী তুলে দেন তিনি।
উত্তরবঙ্গ বার্তা পত্রিকা অফিসে কর্মরত লিটুর অভাব অনটনের দিন যায়। লিটুর স্ত্রী সেলাইয়ের কাজ জানে। তাই লিটুর স্ত্রী কে একটি সেলাই মেশিন তুলে দেন তিনি।
৮নং ওয়ার্ডের গরীব অসহায় একটি নারী ফারহানা খাতুন। তার সাবলম্বী হয়ে উপার্জন করে পরিবারের হাল ধরতে ফারহানাকে একটি সেলাই মেশিন তুলে দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড কাউন্সিলর এনামুর রহমান চিনু।
এসময় মেয়র বলেন, আশা করি এতে তার কষ্ট কিছুটা লাঘব হবে।
তিনি আশা করেন সমাজের এই সমস্ত মানুষের জন্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তাদের স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দিবেন সমাজের বিত্তবানরা। এসময় লিটু ও ফারহানা খাতুন মেয়র উমা চৌধুরীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।