সোমবার , অক্টোবর ৭ ২০২৪
নীড় পাতা / জাতীয় / মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসায় এডিবি

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসায় এডিবি


নিউজ ডেস্ক:
করোনাভাইরাস মহামারী মোকাবেলা এবং দেশব্যাপী টিকা কার্যক্রম সফলভাবে শুরু করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)।

২৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এডিবির আবাসিক পরিচালক মনমোহন পারকাশের কণ্ঠে এই প্রশংসা ঝরে বলে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস জানিয়েছেন।

বাংলাদেশ সরকারের গণ টিকাদানের প্রশংসা করে মনমোহন বলেন, সফলভাবে টিকা কর্মসূচি চালিয়ে যাওয়া এশিয়ার তিনটি দেশের মধ্যে বাংলাদেশ একটি।

টিকাদান কর্মসূচিতে বাংলাদেশকে ৯৪ কোটি ডলার সহায়তা করতে এডিবির পক্ষ থেকে প্রস্তাব এসেছে বলেও জানান ইমরুল।

তিনি বলেন, মহামারীর ক্ষতি পোষাতে বাংলাদেশের সব অর্থনৈতিক খাত খুলে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘সময়োপযোগী সিদ্ধান্তের প্রশংসা করেন পারকাশ।

ঢাকা-বরিশাল-পটুয়াখালী-পায়রা রেল লাইন নির্মাণে সরকার অগ্রাধিকার দিচ্ছে বলে এডিবি কর্মকর্তাকে জানান মাননীয় প্রধানমন্ত্রী।

সাক্ষাতে এডিবির দুটি প্রকাশনা Asia’s Journey to Prosperity: Policy, Market, and Technology Over 50 Years এবং Southwest Bangladesh Economic Corridor Comprehensive Development Plan প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন মনমোহন।

আরও দেখুন

হিন্দুদের পাশে বিএনপির নেতাকর্মীরা ছায়া হয়ে থাকবে:দুলু

 নিজস্ব প্রতিবেদক: হিন্দুদের পাশে বিএনপির নেতাকর্মীরা ছায়া হয়ে থাকবে। হিন্দু সম্প্রদায়ের সকলে এই দেশের নাগরিক। …