শুক্রবার , নভেম্বর ৮ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / মাননীয় শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ

মাননীয় শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ

আসন্ন ঈদুল আযহা আগামী ১২ আগস্ট উদযাপন করা হবে। কিন্তু একটি বিষয় লক্ষণীয় যে প্রতিটি ঈদ উৎসবে প্রজাতন্ত্রের সকল চাকুরীজীবির বেতন বোনাস যথা সময়ে প্রদান করা হলেও এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের অনুদান এবং সিকি বোনাস যথাসময়ে প্রদান না করে একেবারে শেষ সময়ে প্রদানের ঘোষণা দেওয়া হয়। এতে করে প্রায়ই অনেক এলাকার শিক্ষক-কর্মচারীরা টাকা উত্তোলন করতে পারেনা। এবারের ঈদুল আযহার অনুদান এবং ২৫% (সিকি) বোনাস উত্তোলনের শেষ সময় হলো আগামী ৮ আগস্ট। ঢাকা থেকে দুরবর্তী এলাকার ব্যাংকগুলো সর্বদাই অনুদান উত্তোলনের শেষ তারিখে বিল জমা নেয় এবং ২/১ দিন পর থেকে টাকা প্রদান করে। এবারও যদি সেই আগের মতো শেষ তারিখে (৮আগস্ট) বিল জমা নেয় তাহলে শিক্ষক-কর্মচারীরা আসন্ন ঈদুল আযহার পূর্বে তাদের অনুদান এবং ২৫% সিকি উৎসব বোনাস উত্তোলন করতে পারবে না। ফলশ্রুতিতে তাদের পক্ষে পরিবার পরিজন নিয়ে ঈদুল আযহা উদযাপন করা অসম্ভব হয়ে পড়বে। অতএব, এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীরা যাতে ৮ আগস্টের মধ্যে তাদের অনুদান এবং ২৫% বোনাসের টাকা উত্তোলন করতে পারে তার জন্য সংশ্লিষ্ট ব্যাংকে তাগাদা পত্র প্রদানের জরুরীভাবে পদক্ষেপ গ্রহন করার জন্য সবিনয়ে নিবেদন করছি।

নিবেদক-
মোঃ ওয়ায়েশ আলী
অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত)
পাটুল হাপানিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ, নলডাঙ্গা, নাটোর।

আরও দেখুন

রাণীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে 

র‌্যালী ও আলোচনা সভা নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,, ঐতিহাসিক ৭নভেম্বর জাতীয় বিপ্লব  ও সংহতি দিবস উপলক্ষে …