সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির নির্বাচনে সাজ্জাদ সভাপতি, হাকিম সম্পাদকে পুণ:নির্বাচিত

মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির নির্বাচনে সাজ্জাদ সভাপতি, হাকিম সম্পাদকে পুণ:নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া
নাটোরের বাগাতিপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির ত্রি-বার্ষিকী নির্বাচন মঙ্গলবার বাগাতিপাড়া বালিকা বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে চকগোয়াস বেগুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুর রহমান সাজ্জাদ ও সাধারণ সম্পাদক পদে বাগাতিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হাকিম মাহাবুব দ্বিতীয়বারের মতো পুনঃ নির্বাচিত হয়েছেন। উপজেলার ৫৪৫ জন শিক্ষক কর্মচারীর মধ্যে ভোট প্রদান করেন ৫৩৪ জন। এতে সভাপতি পদে সাজেদুর রহমান সাজ্জাদ ৪০৩ এবং মতিউর রহমান ১১৭টি ভোট পান। সাধারণ সম্পাদক পদে আব্দুল হাকিম মাহাবুব ৩১০, আলমগীর হোসেন ২১২ ভোট পান। সভাপতি পদে ১১টি ও সাধারণ সম্পাদক পদে ৯টি ভোট বাতিল হয়।
এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন পাঁকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোর্শেদ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহাদ আলীর প্রিজাইডিং অফিসার হিসেবে এই নির্বাচন পরিচালনা করেন।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *