নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গাঃ
নলডাঙ্গার খোলাবাড়িয়ায় মাদ্রাসার বিল্ডিং এর নিম্নমানের কাজ বন্ধ করে দিলেন সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। বুধবার দুপুরে খাজুরায় খাদ্য সামগ্রী বিতরণ শেষে ফেরার পথে নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে কাজের মান দেখে তিনি এই নির্দেশ দেন।
গত বছরে নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামে (হালতি বিলের মধ্যে) ৩ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ৪তলা বিশিষ্ট খোলাবাড়িয়া দাখিল মাদ্রাসার একাডেমিক ভবন।
সাংসদ শফিকুল ইসলাম শিমুল ক্ষোভ প্রকাশ করে বলেন, সেখানে গেলে চোখে পড়ে ঠিকাদার ও ইঞ্জিনিয়ার সীমাহীন দুর্নীতি। এই দুর্নীতির কারণে অত্যন্ত নিম্ন মানের কাজ হচ্ছে। আমি সম্পূর্ণ নির্মাণ কাজ পরিদর্শন করে ঠিকাদার ও ইঞ্জিনিয়ার এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং নির্মাণ কাজ পুনরায় করার নির্দেশ দিয়েছি।
ঘটনাস্থলে ঠিকাদারী প্রতিষ্ঠান কাউকে পাওয়া যায়নি। তাদের মোবাইল ফোন নাম্বারে যোগাযোগের চেষ্টা করেও নম্বর বন্ধ পাওয়া গেছে। নাটোর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী বকুলের ফোন নাম্বারে যোগাযোগ করে সেটিও বন্ধ পাওয়া গেছে।
আরও দেখুন
সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন
রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের নওগাঁর রাণীনগর …