সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জাতীয় / মাদার ভাতা পেলেন ৫০০ নারী

মাদার ভাতা পেলেন ৫০০ নারী

২০১৮-১৯ অর্থবছরে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় ভাতাপ্রাপ্ত উপকারভোগীদের হেলথক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকার ৫০০ নারী কর্মজীবী ল্যাকটেটিং মাদার ভাতা পেয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাতা তুলে দেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।

ইউএনও মোঃ শিবলী সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-সচিব ললিতা বর্মণ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গণি ভূঁইয়া, সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাকসুদ-উল-আলম খান মাসুদ প্রমুখ।

আরও দেখুন

পিরোজপুরে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে দিনব্যাপীপ্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:  ১৩ জুলাই ২০২৪, শনিবার, ঢাকা: মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে পিরোজপুরের …