মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / মাদরাসা ও এতিমখানার ভিত্তি প্রস্তর স্থাপন

মাদরাসা ও এতিমখানার ভিত্তি প্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাকা ইউনিয়নের গফুরাবাদ এলাকায় হাফেজিয়া কওমি মাদরাসা ও এতিমখানার ভিত্তির প্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (০৪ ফেব্রয়ারী) দুপুরে উপজেলার চিথলিয়া, গফুরাবাদ, প্রতাবপুর ও মালিগাছা গ্রামের উদ্যোগে ওই মাদরাসা ও এতিমখানার ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

এ আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস। এর আগে যোহর নামাজ শেষে গফুরাবাদ জামে মসজিদে এ উপলক্ষে এক সভায় প্রধান বক্তা ছিলেন নাটোরের আলাইপুর জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মওলানা মো. মফিজুর রহমান। উদ্বোধনকালে সেখানে উপস্থিত ছিলেন, বাগাতিপাড়া প্রেস ক্লাবের সভাপতি আল আফতাব খান সুইট, যুগান্তরের সাংবাদিক মঞ্জুরুল আলম মাসুম, প্রধান শিক্ষক আবু সায়েম, মাদরাসার সভাপতি হাসান মাহমুদ, সম্পাদক সাদেক আলী, মুহতামিম হাফেজ মওলানা আব্দুর রহমান প্রমুখ।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …