সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / মাদক সেবনরত অবস্থায় নাটোরে ১৪ জন মাদক সেবী আটক

মাদক সেবনরত অবস্থায় নাটোরে ১৪ জন মাদক সেবী আটক

নিজস্ব প্রতিবেদক:
মাদক সেবনরত অবস্থায় নাটোরে ১৪ জন মাদক সেবী আটক করেছে র‌্যাব। শনিবার রাত আটটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত পরিচালিত অভিযানে সদর উপজেলার তেবাড়িয়া উত্তরপাড়া এলাকায় ওই ২৪ জন মাদকসেবীকে আটক করা হয়।

সিপিসি-২, নাটোর র‌্যাব-৫, রাজশাহী প্রেরিত বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ সিপিসি-২ (নাটোর) এর একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে ইং ২৭ মার্চ শনিবার রাত আটটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত পরিচালিত অভিযানে সদর উপজেলার তেবাড়িয়া উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় মাদক সেবন করা অবস্থায় গাঁজা এবং চোলাই মদসহ রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বড়সেনবাগ (গাওপাড়া ঢালান) এলাকার মৃত জসিম প্রামানিকের ছেলে সুরুজ মিয়া (৪০), নাটোর শহরের উত্তর পটুয়াপাড়া এলাকার মৃত বাচ্চু প্রামাণিকের ছেলে মোঃ নয়ন (২৭), মৃত শীতল দেব এর ছেলে পার্থ দেব (২৯), আলাইপুর মহল্লার মৃত লতিফ শেখ এর ছেলে রহিম শেখ কল্লোল (৩০), বনবেলঘরিয়া এলাকার পাজেল শেখের ছেলে শরিফ শেখ (২২), দিপেন ঘোষের ছেলে অসীম কুমার ঘোষ (৩২), -তেলকুপি ফকিরপাড়া এলাকার ফায়েজুল ইসলাম মল্লিকের ছেলে ওয়াজেদ মল্লিক (২৭), বগুড়া জেলার নিশিন্দারা এলাকার মৃত অফিজ উদ্দিনের ছেলে শিবলু (২৪), শহরের ফুলবাগান ঝাউতলা এলাকার রফিক উদ্দিন এর ছেলে মোঃ বিপ্লব (৩৯), সিংড়া উপজেলার বিলদহর জিওনীপাড়ার গোলাপ ইসলামের ছেলে মোঃ নজরুল ইসলাম (২১), শহরের বেলঘড়িয়া এলাকার বৃত্ত মেছের আলীর ছেলে মোঃ ঈমান হোসেন (৩০), নলডাঙ্গা উপজেলার ভূষণগাছা গ্রামের আব্দুল প্রামাণিকের ছেলে মোঃ সুমন(১৯), একই উপজেলার রায় সিংহ পুর গ্রামের খঞ্জন সরকারের ছেলে জয় কুমার সরকার(১৯), সদর উপজেলার -চাঁদপুর কুড়িয়াপাড়া ইউসুফ আলীর ছেলে ইন্তাজ আলীর ছেলেকে হাতেনাতে আটক করা হয়।

পরে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সদর থানায় হস্তান্তর করা হয়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …