বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / জাতীয় / মাতৃত্বকালীন ছুটি নিয়ে নতুন গেজেট প্রকাশ

মাতৃত্বকালীন ছুটি নিয়ে নতুন গেজেট প্রকাশ

নিউজ ডেস্ক:
ঢাকা: ছয় মাসের কম বয়সী শিশু সন্তান নিয়ে প্রথম সরকারি চাকরিতে যোগ দিলে পূর্ণ বেতনে মাতৃত্বকালীন ছুটি পাবেন নারীরা।

গত মঙ্গলবার (১৮ মে) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগ প্রবিধি-১ শাখা থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ বিভাগের মো. গোলাম মোস্তফা স্বাক্ষরিত গেজেটে বলা হয়, ছয় মাসের কম বয়সী শিশু নিয়ে সরকারি চাকরিতে যোগ দেয়া নারী তার সন্তানের বয়স ছয় মাস হওয়া পর্যন্ত মাতৃত্বকালীন ছুটি কাটাতে পারবেন। সরকারি চাকরি বিধির (১ম খণ্ড) ১৯৭ ধারার উপধারা-১-এ এই বিধান যুক্ত করা হয়েছে।

গেজেটে আরও বলা হয়, সংবিধানের ১৩৩ অনুচ্ছেদের ক্ষমতায় রাষ্ট্রপতি সরকারি কর্ম কমিশনের সঙ্গে পরামর্শ করে চাকরি বিধিতে এই সংশোধন এনেছেন। এর আগে ২০১১ সালের ৯ জানুয়ারি ১৯৭ ধারার উপধারা-১ সংশোধন করে মাতৃত্বকালীন ছুটির মেয়াদ বেতনসহ চার মাস থেকে ছয় মাসে উন্নীত করা হয়েছিল। নতুন সংশোধনীতে সন্তানসহ সরকারি চাকরিতে প্রথম যোগ দেয়া নারীদের জন্যও সেই সুযোগ রাখা হলো।

প্রসঙ্গত, সরকারি চাকরিতে কর্মরত নারীরা চাকরি জীবনে দুইবার বেতনসহ মাতৃত্বকালীন ছুটির সুযোগ পেয়ে থাকেন।

বিস্তারিত গেজেট দেখতে ক্লিক করুন

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …