শুক্রবার , এপ্রিল ১১ ২০২৫
নীড় পাতা / উন্নয়ন বার্তা / মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পের ৯৬ শতাংশ কাজ সম্পন্ন

মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পের ৯৬ শতাংশ কাজ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:

মাতারবাড়ী আলট্রা সুপার ক্রিটিক্যাল কয়লা বিদ্যুৎ প্রকল্পের ৯৫.৯ শতাংশ নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। ১২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্রটির একটি ইউনিট আগামী বছরের জানুয়ারিতে বাণিজ্যিক উৎপাদন শুরু করবে। আর দ্বিতীয় ইউনিটটি আগামী বছরের জুলাই মাস থেকে উৎপাদন শুরু করার কথা রয়েছে। গত সোমবার ঢাকায় নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করে এসব তথ্য জানান। গতকাল মঙ্গলবার ঢাকার কোরিয়ার দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, জাইকার অর্থায়নে সাত বছর মেয়াদে ১২০০ মেগাওয়াট এই বিদ্যুেকন্দ্র নির্মাণে জাপানের সুমিতোমো, তোশিবা এবং আইএইচআই কম্পানি কনসোর্টিয়াম হিসেবে সহযোগিতা করছে।

আরও দেখুন

হিলিতে ভিজিএফের ১৮শ’ নামের ভুয়া তালিকাকরে চাল আত্মসাৎ

নিজস্ব প্রতিবেদক হিলি ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,দিনাজপুরের হিলিতে ঈদুল ফিতর উপলক্ষে দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চালবিতরণে অন্তত ১৮শ’ …